(শরবত কালোমেঘ)
বিবরণ :
এডি-কালোমেঘ একটি অত্যন্ত কার্যকরী দুইটি মূল্যবান ও অত্যন্ত কার্যকরী ভেষজ উপদানে প্রস্তুত একটি জ্বর নিরাময় ও লিভারের শক্তি বৃদ্ধিতে কার্যকরী সিরাপ। এতে ব্যবহৃত ভেষজগুলো সকল প্রকার জন্ডিস দুর করে, জ্বর, ম্যালেরিয়া জ্বর, আন্ত্রিক জ্বর উপশম করে, পিত্ত নিঃসরন স্বাভাবিক করে, ডায়াবেটিস এ সুগার লেভেল নিয়ন্ত্রন করে, ক্রিমিনাশক, ভাইরাল হেপাটাইটিস এর উপসর্গ উপশম করে, কোষ্ঠকাঠিন্যে ও সকল প্রকার চর্মরোগ চিকিৎসায় দীর্ঘকাল ধরে ব্যবহৃত হয়ে আসছে। এডি-কালোমেঘ সিরাপ লিভারের যাবতীয় গোলযোগ দূর করতে বিশেষভাবে উপকারী ঔষধ। এডি-কালোমেঘ সিরাপ বাচ্চাদের ক্ষেত্রেও জ্বর, ক্রিমি, অজীর্ণ, পেটফাঁপা, আমাশয়, কোষ্ঠ্যকাঠিন্য, জন্ডিস, ক্ষুধামান্দ্য, যকৃতের প্রদাহ প্রভৃতি রোগে এডি কালোমেঘ সিরাপ অত্যন্ত কার্যকরী। তাই একে “বালানাং শুভদা সদা” বলা হয়। অর্থাৎ এর বাংলা অর্থ হলো বাচ্চাদের জন্য এটি একটি অতি কল্যাণকর ঔষধ।
উপাদান :
প্রতি ৫ মিলি এডি-কালোমেঘ সিরাপে আছে নিঙ্কক্ত ভেষজ সমূহের জলীয় নির্যাস-
ক্র.নং | উপাদানের নাম | বোটানিক্যাল নাম | পরিমাণ |
01 | কালোমেঘ (জিগারবুটি) | Andrographis paniculata | ২৫০ মিলিগ্রাম |
02 | চিরতা (চিরায়তা) | Swertia chirata | ২৫০ মিলিগ্রাম |
03 | মৌরী তেল | Foeniculum Vulgare | ০.০১ মিলি. |
রোগ নির্দেশনা : জ্বর নিবারক ও যকৃতের শক্তি বর্ধক।
ব্যবহার বিধি : জ্বর, ম্যালেরিয়া জ্বর, আন্ত্রিক জ্বর, যকৃত প্রদাহ, পিত্ত প্রদাহ, পিত্তাধিক্য, ক্রিমি নাশক, খোস পাঁচড়া ও চর্মরোগ।
সেবন মাত্রা ও সেবন বিধি :
শিশুদের জন্য : ১ চা চামচ ঔষধ দৈনিক ২-৩ বার আহারের পর সেব্য।
প্রাপ্ত বয়স্ক : ২-৩ চা চামচ ঔষধ দৈনিক ২ বার আহারের পর অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য। বিশেষ নির্দেশনা ও সতর্কতা : ইউনানী সিরাপ এডি-কালোমেঘ গর্ভাবস্থায় ও স্তন্যদানকারী মায়েদের সেবন নিষিদ্ধ।
পার্শ্ব প্রতিক্রিয়া : ইউনানী সিরাপ এডি-কালোমেঘ এ তেমন কোন পার্শ্ব প্রতিক্রিয়া জানা যায়নি।
বিরূপ প্রতিক্রিয়া : ইউনানী সিরাপ এডি-কালোমেঘ এ তেমন কোন বিরূপ প্রতিক্রিয়া জানা যায়নি, তবে এর যে কোন উপাদানের প্রতি সংবেদনশীল রোগীদের ক্ষেত্রে প্রতিক্রিয়া দেখা যেতে পারে।
সংরক্ষণ : আলো থেকে দূরে ঠান্ডা ও শুস্ক স্থানে রাখুন, শিশুদের নাগালের বাহিরে রাখুন।
সরবরাহ : প্রতিটি পেট বোতলে আছে ১০০ মি.লি. ৪৫০ মি.লি এডি-কালোমেঘ সিরাপ।
বিশেষ টিকা : এডি-কালোমেঘ সিরাপে তলানি জমার সম্ভাবনা আছে, যা মূলত ভেষজ উপাদানেরই অংশ।
সূত্র : শরবত কালোমেঘ, বাংলাদেশ জাতীয় ইউনানী ফর্মুলারী।
প্রস্তুতকারকঃ
এডরন ফার্মাসিউটিক্যালস্ (ইউনানী)
৭২৬/২১/২, বায়তুল আমান হাউজিং সোসাইটি, রোড নং-১০, আদাবর, ঢাকা-১২০৭।
